শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে

প্রকাশ : ২৮ জুন ২০২২, ১৯:৩৯

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৮৭

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৮৭
অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু এবং দুই হাজার ৮৭ জন রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া দুজন চট্টগ্রামের এবং একজন ঢাকার বাসিন্দা। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।

মঙ্গলবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল (সোমবার) করোনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং দুই হাজার ১০১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২০০ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৮৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৪৮৯টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭ হাজার ৬৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়