রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে

প্রকাশ : ২৬ জুন ২০২২, ১৯:৪৮

মুক্তিযোদ্ধা হিসেবে আবেদনের সুযোগ নেই : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে আবেদনের সুযোগ নেই : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে যারা আছেন তাদের মধ্যে নতুনভাবে মুক্তিযোদ্ধা হিসেবে আর কেউ আবেদন করতে পারবেন না।

রোববার (২৬ জুন) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে যারা আছেন তাদের মধ্যে কেউ কোনো পর্যায়েই নতুন করে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদন করতে পারবেন না। তবে বীরাঙ্গনা ক্যাটাগরিতে আবেদনের পথ এখনও খোলা রয়েছে। আর প্রবাসে যারা রয়েছেন এমন ব্যক্তিদের জন্য সুযোগটা আগামী ডিসেম্বর পর্যন্ত থাকবে।

বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, আজ থেকে বীর মুক্তিযোদ্ধাদের বহু প্রত্যাশিত ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। প্রথম পর্যায়ে ১৩টি জেলার বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড বিতরণ করছি।

মন্ত্রী বলেন, জেলাগুলো হলো : গোপালগঞ্জ, মাদারীপুর, সাতক্ষীরা, বাগেরহাট, সুনামগঞ্জ, মাগুরা, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, যশোর, হবিগঞ্জ, মৌলভীবাজার, নড়াইল ও গাজীপুর। বাকি জেলা গুলোর প্রিন্টিং কাজ দ্রুত গতিতে চলছে। আগামী আগস্ট মাসের মধ্যে বাকি সবার কাছে ডিজিটাল সার্টিফিকেট ও আইডি কার্ড পৌঁছাতে পারব।

তিনি আরও বলেন, এ আইডি কার্ড জালিয়াতি ঠেকাতে ১২ ধরনের সিকিউরিটির ব্যবস্থা রয়েছে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়