প্রকাশ : ২৪ জুন ২০২২, ১৫:৫২
রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুরে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা
আগামী ২৪ ঘণ্টায় রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ শুক্রবার (২৪ জুন) বন্যা তথ্য কেন্দ্র বলছে, পদ্মা ব্যতীত দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। অপরদিকে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
বন্যা পূর্বাভাসে বলা হয়, আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের সংখ্যা ১০৯টি। এর মধ্যে পানি সমতল বৃদ্ধি পেয়েছে ৩৭টি, হ্রাস পেয়েছে ৭১টি এবং অপরিবর্তিত রয়েছে ১টি স্টেশন।
এতে বলা হয়, বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৩টি এবং বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৮টি।
সূত্র: দেশ রূপান্তর