প্রকাশ : ২২ জুন ২০২২, ১৭:৪৫
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১১৩৫
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি সিলেট বিভাগের। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন।
বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এর আগে গতকাল (মঙ্গলবার) একজনের মৃত্যু এবং ৮৭৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৫২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৫৩৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩৪ জনের। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।