রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে

প্রকাশ : ১৮ জুন ২০২২, ১৮:০৪

পদ্মা সেতুর মান নিয়ে কোনো আপস করা হয়নি : আইনুন নিশাত

পদ্মা সেতুর মান নিয়ে কোনো আপস করা হয়নি : আইনুন নিশাত
অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পদ্মা সেতুর মান বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয়নি বলে জানিয়েছেন পদ্মা সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সদস্য পানিসম্পদ ও জলবায়ুবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত।

শনিবার (১৮ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি পদ্মা সেতুর নির্মাণকাজের সঙ্গে শুরু থেকেই ছিলাম, আমি বিষয়টা জানি। যত ধরনের দুর্যোগ হতে পারে, সব মাথায় রেখেই সেতু নির্মাণ করা হয়েছে। পদ্মার মতো নদীতে ঘূর্ণিঝড় আঘাত হানবে। কত জোরে আঘাত হানতে পারে, সেগুলো মোকাবিলা করবার মতো সক্ষমতা তৈরি করেই আমরা সেতু নির্মাণ করেছি।

সেতুর কাঠামো নিয়ে ড. আইনুন নিশাত বলেন, পদ্মা সেতুতে ৭০ ফুট পর্যন্ত ড্রেজিং করা হয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় ড্রেজিং মেশিন এনে করা হয়েছে।

মাছের কথা চিন্তা করে, মাছ যাতে ভয় না পায়, এ জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানান ড. আইনুন নিশাত। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামারগুলোর একটি ব্যবহার করা হয়েছে। কিন্তু তারপরও শব্দ নিয়ন্ত্রণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় প্রবন্ধ উপস্থাপন করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়