শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪  |   ৩৭ °সে

প্রকাশ : ১৭ জুন ২০২২, ০৯:২২

এমপির পিএসের প্রাইভেটকারে হঠাৎ আগুন

এমপির পিএসের প্রাইভেটকারে হঠাৎ আগুন
অনলাইন ডেস্ক

রাজধানীর বিজয় সরণির উড়োজাহাজ মোড়ে একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে আনে আগুন।

গাড়িটি নাটোর-১ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলামের ব্যক্তিগত সহকারীর (পিএস) বলে জানা গেছে। তিনি নিজেই গাড়িটি চালাচ্ছিলেন।

গত রাতে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, আগুন লাগা অবস্থায় এমপির পিএস উপস্থিত পুলিশকে জানান, তার গাড়িতে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, নগদ দুই লাখ টাকা ও ল্যাপটপ রয়েছে।

এসময় দায়িত্বরত দুই পুলিশ সার্জেন্ট আগুনের মধ্যে গাড়িতে থাকা ডকুমেন্টস, টাকা ও ল্যাপটপ বের করে নিয়ে আসেন।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ট্রাফিক বিভাগের শেরে-বাংলা নগর জোনের পুলিশ সার্জেন্ট মঞ্জুরুল ইসলাম।

তিনি বলেন, অতিরিক্ত হিটের কারণে হঠাৎ আগুন লাগে ওই প্রাইভেটকারে। গাড়িটি সংসদ সদস্য শহীদুল ইসলামের ব্যক্তিগত সহকারী আহসানুল হকের। তিনি গাড়িতে একাই ছিলেন এবং নিজেই ড্রাইভ করছিলেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, রাতে খবর পাই প্রাইভেটকারে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।

সূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়