প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১৬:৩৫
হেলমেটধারীরা ‘সন্ত্রাসী’, ছাত্রলীগের নয় : পুলিশ
নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে অংশ নেওয়া হেলমেটধারীরা সবাই সন্ত্রাসী, তাদের মধ্যে কেউ ছাত্রলীগের নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম।
বুধবার (২৭ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মাহবুব আলম বলেন, ইতোমধ্যে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ হাতে পেয়েছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে নাহিদ হত্যার ঘটনায় জড়িত অনেককে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তার করতে গোয়েন্দা পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা হেলমেট পরে মাঠে ছিলেন তারা সবাই সন্ত্রাসী। সেখানে ছাত্রলীগের কোনো অস্তিত্ব নেই।
তাদের রাজনৈতিক পরিচয় মুখ্য নয়, সবাইকে গ্রেপ্তার করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা পর ওই সংঘর্ষ নিয়ন্ত্রণে এলেও পরদিন মঙ্গলবার সকাল ১০টার পর ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। যা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন ও দুজনের মৃত্যু হয়।
সূত্র: আরটিভি