প্রকাশ : ১২ জুন ২০২২, ১২:২২
সৌদি পৌঁছেছেন ৬ হাজার হজযাত্রী
হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬ হাজারের বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
হজ সম্পর্কিত রোববারের বুলেটিন থেকে জানা গেছে, শনিবার (১১ জুন) পর্যন্ত ৬ হাজার ১১ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৫৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩ হাজার ১৫২ জন।
এ ছাড়া, শনিবার পর্যন্ত ১৫টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৯টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৪টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত দুটি ফ্লাইট রয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে সৌদি যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৫ জুন হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়ে। শেষ হবে ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। শেষ হবে ৪ আগস্ট।