প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১০:৩৪
লিবিয়ায় আটক ৪০০ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে
অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়ায় আটক পাঁচ শতাধিক ব্যক্তির মধ্যে ৪০০ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
বুধবার রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা ইতিমধ্যে ৪০০ জনের সঙ্গে কথা বলেছি। তারা সবাই বাংলাদেশি। তাদের মধ্যে ২৪৪ জন স্বেচ্ছায় দেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের নিবন্ধন করা হয়েছে। বাকি ১৫৬ জন দেশে ফেরত যাওয়ার আগ্রহ প্রকাশ না করায় তাদের নিবন্ধন করা যায়নি।
এসএম শামীম উজ জামান আরও বলেন, এখানে ঈদের ছুটি খুব শিগগিরই শুরু হয়ে যাবে। ফলে ফেরত পাঠানোর কার্যক্রম কিছুটা ধীরগতিতে হবে। আশা করছি, আগামী মাসের ১৫ তারিখ নাগাদ হয়তো তাদের দেশে ফেরত পাঠানো শুরু হতে পারে।
এদিকে লিবিয়ায় আটক ওই পাঁচ শতাধিক ব্যক্তিকে সেফ হোমে রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, ভূমধ্যসাগর উপকূল হয়ে ইউরোপ যাওয়া কমছে না। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলের লোকজন বেশি যাচ্ছে। মানবপাচার রোধে সরকার কঠোর অবস্থানে যাবে।
সূত্র: যুগান্তর