শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪  |   ৩১ °সে

প্রকাশ : ০৮ জুন ২০২২, ০৯:২১

স্পারসোতে চেয়ারম্যান, জাদুঘর-আইসিটি অধিদপ্তরে নতুন ডিজি

স্পারসোতে চেয়ারম্যান, জাদুঘর-আইসিটি অধিদপ্তরে নতুন ডিজি
অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান হয়েছেন পর্যটন কর্পোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব)।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামরুজ্জামানকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামালকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

অন্যদিকে, প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্টার হয়েছেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলমকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়