প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ১৫:২০
পথচারী ও সুবিধাবঞ্চিতদের ইফতার করালেন নাসিম রহমান
পবিত্র মাহে রামজানে ৬ শত পথচারী ও সমাজের সুবিধাবঞ্চিত রোজাদারদের ইফতার করালেন প্রবাসী পল্লী গ্রুপের পরিচালক নাসিম রহমান। গতকাল শনিবার (২৩ এপ্রিল) সিলেট নগরের চৌহাট্রা পয়েন্ট থেকে এই ইফতারি মানুষের হাতে হাতে তুলে দেন তিনি। এর আগে গত শুক্রবারও সিলেটে নিজ বাসভবনে অসংখ্য মানুষকে সঙ্গে নিয়ে তিনি ইফতার করেন।
এছাড়াও করোনা মহামারির সেই শুরু থেকে আজ পর্যন্ত সংকটাপন্ন মানুষের পাশে আছেন নাসিম রহমান। করোনার ভাইরাসের প্রাদুর্ভাবে হঠাৎ বেকার হয়ে পড়া, ছিন্নমূল, সুবিধাবঞ্চিত, ভবঘুরে, ভিক্ষুক ও সমাজের অন্যান্য স্তরের সংকটাপন্ন মানুষকে উপহার হিসেবে খাদ্য, নগদ অর্থ ও প্রয়োজনীয় বস্ত্র সহায়তা প্রদান করে চলেছেন তিঁনি। নিজের বাড়িতে আসা সাহায্য প্রর্থীদের দিচ্ছেন দু’হাত ভরে। আবার যেসব সংকটাপন্ন মানুষ প্রকাশ্যে সাহায্য নিতে সংকোচবোধ করেন তাঁদের দিচ্ছেন আড়ালে। এছাড়া রাস্তায় ঘুরে ঘুরে সামনে পড়া অসহায় মানুষের সহায় হয়ে দাঁড়াচ্ছেন নাসিম রহমান।
তাছাড়াও করোনার সংকটে কাজ হারানো মানুষদের কাজ দিয়ে বার বার প্রশংসিত হয়েছেন নাসিম রহমান। বিভিন্ন কোম্পানি যখন অর্থনৈতিক চাপে পড়ে কর্মী ছাটাই করেছে তখন এই স্বপ্নবাজ উদ্যোক্তা সংকট সামাল দিয়ে কাজ হারানো হতাশাগ্রস্ত অসংখ্য তরুণকে কাজের সুযোগ দিয়ে তাদের চোখে তারুণ্যের নতুন স্বপ্ন বুনে দিয়েছেন।