রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ০৫ জুন ২০২২, ১৭:১৩

প্রতি ইঞ্চি জমি আবাদ করতে বললেন প্রধানমন্ত্রী

প্রতি ইঞ্চি জমি আবাদ করতে বললেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

বর্তমান বৈশ্বিক সংকটে প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদ করতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ জুন) দুপুরে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমার অনুরোধ থাকবে এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। করোনা বিশ্ব অর্থনীতির যথেষ্ট ক্ষতি করেছে। এর ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর ফলে খাদ্য আমদানি করতে গিয়ে ভাড়া অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। ভাড়া বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন পণ্য পাওয়াটাও কষ্টকর হয়ে গেছে।

তাই বৈশ্বিক এ সংকটে নিজ দেশের খাদ্য চাহিদা নিজেদের মেটানোর ওপর গুরুত্বারোপ করতে আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের জমি উর্বর, তাই নিজের ফসল নিজে ফলাতে হবে। আমাদের নিজের খাদ্য নিজে গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় জিনিস আমরাই উৎপাদন করব। এতে প্রকৃতি পরিবেশ রক্ষার পাশাপাশি আমরা পরনির্ভরশীলতাও কাটিয়ে উঠতে পারব।

সরকার প্রধান বলেন, যার যেখানে যতটুকু জায়গা আছে, নিজের গ্রামে যান অন্তত তিনটা করে গাছ লাগান। গাছ এক সময় বিক্রি করলে আপনি পয়সাও পাবেন। আবার প্রকৃতিও রক্ষা পাবে, ফলগুলো খেতেও পারবেন। সেই কাজটা করবেন সেটাই আমি চাই।

এ সময় সামাজিক বনায়নের চর্চা আরও বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা। একই সঙ্গে ছাদ বাগানের মতো উদ্যোগগুলোকে উৎসাহিত করতে বলেন তিনি।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়