প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১৭:৪৯
‘সবার প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে’

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং সম্ভাবনাকে বাস্তবায়ন করা সম্ভব হবে।
সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষ্যে নগর ভবন প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) আয়োজিত বর্ষবরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
সচিব বলেন, ইউনেস্কো পয়েলা বৈশাখের শোভাযাত্রাকে মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে। আজকের এই আনন্দ শোভাযাত্রায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে, যা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার পথে আমাদের অগ্রগামী করবে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সরকার বিভাগের সচিব। সারাবছর দেশের মানুষের জীবন আনন্দ এবং সুন্দরভাবে যেনো কাটে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সকালে আনন্দ শোভাযাত্রা দিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্ষবরণ উৎসব শুরু হয়। আনন্দ শোভাযাত্রাটি নগর ভবন থেকে শুরু করে গোলাপ শাহ-এর মাজার প্রদক্ষিণ করে পুলিশ সদর দপ্তর হয়ে নগর ভবনে শেষ হয়। আনন্দ শোভাযাত্রার পাশাপাশি অঞ্চলভিত্তিক ১০টি স্টলে প্রায় ১৫০ রকমের দেশীয় খাবার প্রদর্শন করা হয়। এছাড়াও উৎসব মঞ্চে সংগীত, নৃত্য এবং নাটিকার আয়োজন করা হয়। নগর ভবনের সম্মুখ প্রাঙ্গণে ঘুড়ি উৎসবের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব।
উৎসবে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা/কর্মচারীরাসহ বিভিন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।