রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫  |   ৩২ °সে

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০১:১৩

নাশকতার মাধ্যমে শিল্পীদের স্পিরিট দমানোর চেষ্টা করা হয়েছিল

নাশকতার মাধ্যমে শিল্পীদের স্পিরিট দমানোর চেষ্টা করা হয়েছিল
অনলাইন ডেস্ক

চারুকলায় আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা “ফ্যাসিস্টের প্রতিকৃতি” নাশকতার মাধ্যমে পুড়িয়ে ফেলে শিল্পীদের স্পিরিট দমানোর চেষ্টা করলেও শিল্পীদের স্পিরিট দ্বিগুণ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (১২ এপ্রিল) রাতে চারুকলায় আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আমি স্যালুট জানাই। তারা গত ১ মাস ধরে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। কিন্তু আজকে নাশকতার মাধ্যমে তাদের স্পিরিটকে দমানোর চেষ্টা করেছিল। কিন্তু আমি এসে দেখলাম তাদের স্পিরিট দ্বিগুণ হয়ে গেছে। আশা করবো দেশবাসী দারুণ এক শোভাযাত্রা করবে। দেশবাসীকে আহ্বান জানাই শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান বলেন, আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে বাধা এসেছে। এ ধরনের কাজে কিছু বাধা আসেই, ষড়যন্ত্র থাকবেই। মানুষের পরিশ্রম, আল্লাহর উপর ভরসা করে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে শত্রুর মুখে ছাই দিয়ে আমরা এগিয়ে যাবো। এতে সবার সহযোগিতা কামনা করছি। আমরা এই মুহূর্তে একটি জাতীয় দায়িত্ব পালন করে আসছি। আমরা সবাইকে পাশে থাকার আহ্বান জানাই।

মুখাবয়ব আবার বানানো হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় শিল্পীরা ঠিক করবেন। আমাদের প্রস্তুতি চলছে আমরা পেছনে ফিরে তাকাতে চাই না।

পরে উপদেষ্টা ফারুকী চারুকলায় আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি, কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রতিকৃতি ঘুরে ঘুরে দেখেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম চৌধুরি, প্রক্টর সাইফুদ্দিন আহমদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়