রবিবার, ০৬ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১৫:৪৩

‘রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হতে পারে’

‘রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হতে পারে’
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। বিমসটেক এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখতে পারে।’

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট যদি অমীমাংসিত না হয়, তাহলে সমগ্র অঞ্চলে অস্থিতিশীলতা তৈরির সম্ভাবনা রয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশেষ করে রাখাইনের বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে, সমাধানের জন্য সংলাপকে বিমসটেক উৎসাহিত করতে পারে। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরির জন্য রাখাইন রাজ্যের উচিত মিয়ানমারকে সম্পৃক্ত করার জন্য আরও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। রাখাইন রাজ্যের সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে, রাখাইন থেকে আরও বাস্তুচ্যুতি বন্ধ করার জন্য জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য একটি মানবিক চ্যানেল স্থাপন করা যেতে পারে।

তিনি বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের তত্ত্বাবধানে ‘রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি সম্পর্কে উচ্চ-স্তরের সম্মেলন’-এ বিমসটেক সদস্য দেশগুলোর অর্থপূর্ণ অংশগ্রহণকে বাংলাদেশ উৎসাহিত করে। বাংলাদেশ বিমসটেক সদস্য দেশগুলোর কাছ থেকে এই সম্মেলনে উচ্চ-স্তরের রাজনৈতিক অংশগ্রহণ আশা করে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ১৩-১৬ মার্চ সালে বাংলাদেশে একটি ঐতিহাসিক সফর করেন। তিনি রোহিঙ্গাদের মর্যাদা ও নিরাপত্তার সাথে মিয়ানমারে ফিরে যাওয়ার অধিকারের প্রতি সম্পূর্ণ সংহতি প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়