প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১৫:১৮
উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন ড. এম আমিনুল ইসলাম

অনলাইন ডেস্ক
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলামকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৪ মার্চ) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাকে আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
ড. এম আমিনুল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে অধ্যাপনা করেছেন।