শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪  |   ২৯ °সে

প্রকাশ : ০৩ জুন ২০২২, ১০:০৩

হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

চলতি বছরের হজ কার্যক্রম আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এর শুভ উদ্বোধন করবেন।

এদিন হজক্যাম্পে আগত হাজিদের ভিসা, পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট চালু হবে ৫ জুন। শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজক্যাম্পের অনুষ্ঠানে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী উপস্থিত থাকবেন। বাংলাদেশ থেকে এবার হজে যেতে ১২৮টি ফ্লাইট পরিচালিত হবে। বাংলাদেশ বিমান ৬৫টি, সাউদিয়া ৫১টি, ফ্লাইনাস ১২টি ফ্লাইটে হজযাত্রী পরিবহণ করবে।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়