বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৫ °সে

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৭:২১

পররাষ্ট্র মস্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি

পররাষ্ট্র মস্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি
অনলাইন ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌তে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে গেছেন ভার‌তের পররাষ্ট্র স‌চিব বিক্রম মি‌শ্রি।

সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলা‌দেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শেষে বিকেল ৩টা ৪০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে যান তিনি।

সংক্ষিপ্ত সফ‌রে আজ সকা‌লে ঢাকায় আসেন ভার‌তের পররাষ্ট্র স‌চিব। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন। আর পররাষ্ট্র সচিব হওয়া মিশ্রির প্রথম ঢাকা সফর এটি।

সফরের শুরুর কর্মসূ‌চি‌তে সচিব পর্যায়ের বৈঠকে দি‌ল্লির নেতৃ‌ত্ব দিতে পদ্মায় যান মি‌শ্রি। বাংলা‌দে‌শের পররাষ্ট্র স‌চিব মো. জসীম উ‌দ্দিন তাকে স্বাগত জানান। পরে দুই পররাষ্ট্র স‌চিব একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করেন। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ। প্রায় সাড়ে তিন ঘণ্টার বে‌শি সময় বৈঠক মধ্যাহ্নভোজের মধ‌্য দিয়ে শেষ হয়।

এফওসিতে আলোচনার বিষ‌য়ে এখনও গণমাধ‌্যমের স‌ঙ্গে শেয়ার করে‌নি ঢাকা-‌দি‌ল্লি।

তবে কূটনৈতিক সূত্রগু‌লোর ধারণা, বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেওয়ার কথা। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা।

অন্যদিকে, দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে ব‌লে ইঙ্গিত রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে সাক্ষাৎ শে‌ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যাবেন ভার‌তের পররাষ্ট্র স‌চিব।

আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়