প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ২২:০৯
গণহত্যার বিচার ও সংস্কারের পর নির্বাচন: রিজওয়ানা
অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি লক্ষ্য রয়েছে। প্রথমে জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার করা হবে। পাশাপাশি চলবে সংস্কার কাজ। এরপরই নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান জানান, আরও পাঁচটি খাত সংস্কারে কমিশন গঠন করবে সরকার। এগুলো হলো স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক, নারী ও স্থানীয় সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। এই উপদেষ্টা বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এরকম পরিস্থিতি যাতে আর না হয় সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্পের অতিরিক্ত ব্যয় রোধ ও সময়ের মধ্যে তা শেষ করার বিষয়টি তদারকি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’