শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৫:১৯

নতুন আইন প্রণয়নের পর ইসি গঠন করতে চায় সরকার: সাখাওয়াত হোসেন

নতুন আইন প্রণয়নের পর ইসি গঠন করতে চায় সরকার: সাখাওয়াত হোসেন
নিজস্ব প্রতিবেদক

সংস্কার কমিশনের সুপারিশে নতুন আইন প্রণয়নের পর সরকার ইসি গঠন করতে চায় বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌ-পরিবহন বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপে রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের অনিয়মের বিচারের চূড়ান্ত ক্ষমতা ইসির থাকা উচিত। ভোটের সময় মন্ত্রণালয়কে ইসির আওতায় রাখা দরকার।’

এ সময় সব দলের সংসদ সদস্যের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগের কথাও বলেন এই উপদেষ্টা। তিনি বলেন, ‘অন্তত ৩ বছর একটি রাজনৈতিক দলের সদস্য না থাকলে তাকে মনোনয়ন দেওয়া উচিত হবে না। এটি করা গেলে মনোনয়ন বাণিজ্য বন্ধ ও তৃণমূল থেকে প্রার্থী ওঠে আসবে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়