রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ২১:৫৩

শীঘ্রই চালু হবে মিরপুর-১০ মেট্রোস্টেশন

শীঘ্রই চালু হবে মিরপুর-১০ মেট্রোস্টেশন
নিজস্ব প্রতিবেদক

চলতি অক্টোবরের মধ্যভাগে মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (৮ অক্টোবর) এক বৈঠকের পর বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন ডিএমটিসিএল কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবির। তিনি বলেন, ‌‘এই মাসের মধ্যে মিরপুর-১০ স্টেশন আবার চালুর চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, এটি অক্টোবরের দ্বিতীয়ার্ধে আবার চালু হবে। এজন্য আগামী ১১-১২ অক্টোবরের পর পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে।’

এর আগে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে থাকা পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। আগুনের কালো ধোঁয়া মেট্রোরেল পর্যন্ত ছড়িয়ে পড়ে। ওইদিন বিকালে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৯ জুলাই শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন মেট্রোরেল বন্ধ ছিল। ওইদিন বিকালে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশন ভাঙচুরের ঘটনা ঘটে। এতে স্টেশন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ব্যবহার বন্ধ রাখতে হয়। জুলাইয়ে এই দুই স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, এক বছরের মধ্যেও স্টেশন দুটি চালু করা সম্ভব হবে না। তবে প্রায় মাসখানেক বন্ধ থাকার পর ২৫ আগস্ট মেট্রো চলাচল শুরু হয় ও ২০ সেপ্টেম্বর কাজীপাড়া স্টেশন চালু হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়