শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৫:০৮

জুলাই গণহত্যার বিচারের জন্য পুরাতন হাইকোর্ট ভবন দ্রুত সংস্কারের তাগিদ

জুলাই গণহত্যার বিচারের জন্য পুরাতন হাইকোর্ট ভবন দ্রুত সংস্কারের তাগিদ
অনলাইন ডেস্ক

জুলাই গণহত্যার বিচারের জন্য পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ শুরু হয়েছে। কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য তাগিদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় ট্রাইব্যুনাল পরিদর্শনে আসেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান।

পরিদর্শনকালে পুরাতন হাইকোর্ট ভবন ও প্রসিকিউশনের অফিস ঘুরে দেখে দ্রুত সংস্কারের তাগিদ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন এবং সংলগ্ন এলাকা পরিদর্শনে এসেছিলেন। তারা মূলত পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজের অগ্রগতি দেখতে এখানে আসেন। এ সময় তারা যত দ্রুত সম্ভব পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন, যেন জুলাই গণহত্যার মূল বিচারকার্য শিগগিরই শুরু করা সম্ভব হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়