রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৯:৪৫

‌‘মৎস্যসম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে’

‌‘মৎস্যসম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে’
অনলাইন ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, কাপ্তাই হ্রদ ও হ্রদের মৎস্যসম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে। সে কারণে আধুনিক মৎস্য অবতরণ ঘাটসহ যা করার প্রয়োজন সেটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় করবে।

শনিবার (৪ মে) সকালে রাঙ্গামাটি মৎস্য অবতরণ ঘাটে হ্রদে মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের আয়োজনে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সাঈদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য দীপংকর তালুকদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, নৌপুলিশ অতিরিক্ত আইজি মো. আবদুল আলীম মাহমুদ, মৎস্য অধিদপ্তর মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আরও বলেন, কাপ্তাই হ্রদে আগামী তিনমাস মাছ ধরা নিষিদ্ধ। যে মাছের পোনা ছাড়া হচ্ছে সেটি আপনাদের জন্য। এ মাছ আমরা এসে ধরবো না আপনারা এ মাছ ধরবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়