প্রকাশ : ২৮ মে ২০২২, ১৪:৫০
সোমবারের ঢাকা-দিল্লি যৌথ পরামর্শ সভা স্থগিত
অনলাইন ডেস্ক
শেষ মুহূর্তে এসে স্থগিত হলো বাংলাদেশ-ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভা। নয়া দিল্লিতে আগামী সোমবার (৩০ মে) এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আসামের গৌহাটিতে শনিবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন নদী বিষয়ক সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এরপরই জেসিসি’র সভা স্থগিতের কথা গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা মনে করছি, আগামী সোমবারের সভা পেছানো দরকার।
এ দিকে স্থগিত হওয়া সভা জুন মাসের তৃতীয় অথবা শেষ সপ্তাহে হতে পারে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
সূত্র: দেশ রূপান্তর