রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে

প্রকাশ : ২৮ মে ২০২২, ১০:৫২

হজের নিবন্ধন শেষ হচ্ছে আজ, ব্যাংক খোলা রাখার নির্দেশ

হজের নিবন্ধন শেষ হচ্ছে আজ, ব্যাংক খোলা রাখার নির্দেশ
অনলাইন ডেস্ক

সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমের পবিত্র হজের নিবন্ধন শেষ হচ্ছে আজ। এজন্য হজ কার্যক্রমে সম্পৃক্ত সব ধরনের ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শুক্রবার (২৭ মে) রাতে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজের নিবন্ধন শেষ হবে শনিবার। প্রাক নিবন্ধনের ক্রমিক ২৯৪৬২ এর মধ্যে থাকা হজ যাত্রীদের উক্ত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৩ জুলাই। আর ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়