রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে

প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ১৩:২৫

বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক আরও গভীর হবে : রেলমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক আরও গভীর হবে : রেলমন্ত্রী
অনলাইন ডেস্ক

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, বাংলাদেশের সঙ্গে জাপানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এই সম্পর্ক আরও গভীর হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বাংলাদেশের জনগণের সঙ্গে জাপানের এই সম্পর্ক তৈরি হয়।

মঙ্গলবার (১২ মার্চ) রেল মন্ত্রণালয়ের অফিস কক্ষে মন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূত আইয়ামা কিমিনরির সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক সহযোগিতা করছে। বাংলাদেশ রেলওয়ের অনেক প্রকল্প বাস্তবায়ন করছে। ভবিষ্যতেও রেলওয়ের প্রকল্পে জাপানের কাজ করার সুযোগ রয়েছে।

রেলমন্ত্রী এসময় বাংলাদেশে জাপানের বাস্তবায়নাধীন রেলওয়ের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। মন্ত্রী জাপানের রাষ্ট্রদূতকে বাংলাদেশের রেলের প্রকল্পগুলোতে আর্থিক সহযোগিতার অনুরোধ করেন।

জাপানের রাষ্ট্রদূত এসময় বাংলাদেশ রেলওয়ের সঙ্গে কাজ করার এবং ভবিষ্যতে আর্থিক সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়