রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২২

ময়লা পরিষ্কারে খালে নামলেন মেয়র আতিক

ময়লা পরিষ্কারে খালে নামলেন মেয়র আতিক
অনলাইন ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে লাউতলা ও রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়।

এ কার্যক্রমে ডিএনসিসির সঙ্গে যুক্ত হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের এক হাজার ৫০০ সদস্য। খালে ময়লা পরিষ্কারে নামার আগে মোহাম্মদপুরের বছিলার পশ্চিমাঞ্চল পুলিশ লাইন মাঠ (বছিলা ট্রেনিং একাডেমি) বিডি ক্লিনিংয়ের স্বেচ্ছাসেবীদের শপথ পাঠ করান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। পরে হাতে গ্লাভস পরে মেয়র নিজেই ময়লা আবর্জনা পরিষ্কারে খালে নেমে যান।

এসময় আতিকুল ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আগে লাউতলা খালে ট্রাক স্ট্যান্ড ছিল। আমরা সেখান থেকে স্ট্যান্ড উচ্ছেদ করেছি এবং পরবর্তীতে খালটি খনন করেছি। খালের দুপাড়ে বিভিন্ন রকমের ফল, ফুল, ওষুধি গাছ লাগিয়েছি। এছাড়া খালের দুপাড়ে হাঁটাচলার পথ তৈরি করেছি। এখন সেখানে পানিপ্রবাহ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, আমরা খাল পরিষ্কার করে দিয়ে যাই, কিন্তু নাগরিকরা আবার খালে ময়লা ফেলেন। খালের সৌন্দর্য ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। আজ লাউতলা ও রামচন্দ্রপুর খাল পরিষ্কার করে দিয়ে যাচ্ছি।

ডিএনসিসি মেয়র বলেন, আমরা যদি ব্যক্তিগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, আমরা যদি আমাদের আঙিনাগুলো পরিষ্কার রাখি, তাহলে এই নগর পরিষ্কার থাকবে। এডিস এবং কিউলেক্স মশা থাকবে না।

তিনি বলেন, আমরাই খালগুলোর পানি দূষিত করছি। ময়লা আবর্জনা ফেলছি। আবার আমরাই কিন্তু অভিযোগ করছি। খাল দূষণ হলে এর দায় আমাদের সবাইকে নিতে হবে। যারা ময়লা ফেলে তাদের মস্তিষ্কের ময়লা আগে পরিষ্কার করতে হবে। ময়লা ফেলা বন্ধে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে।

নগরের যেসব খালে ময়লা ফেলা হয় সেগুলোতে ময়লা ফেলা বন্ধে সিসি ক্যামেরা স্থাপন করা হবে জানিয়ে মেয়র বলেন, যে শহরে বাচ্চারা মাঠে খেলতে নামে, রাস্তায় হাঁটে, আমরা সেখানে বাসাবাড়ির জানালা দিয়ে রাস্তায়, মাঠে ময়লা ফেলছি। এটি হতে দেবো না। তাই খালগুলোতে সিসি ক্যামেরা লাগিয়ে দেবো, যেন কেউ ময়লা ফেলতে না পারে। এরপরও কেউ ময়লা ফেললে তাকে জরিমানার আওতায় আনা হবে।

গত ২ ফেব্রুয়ারি মিরপুর প্যারিস খাল পরিষ্কার করেছিল ডিএনসিসি। এই কাজে ডিএনসিসির পাশাপাশি সহযোগিতা করতে যুক্ত হয়েছিলেন বিডি ক্লিনের এক হাজার ২০০ জন স্বেচ্ছাসেবী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়