রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে

প্রকাশ : ২৭ মে ২০২২, ১৫:৫৬

বিশ্ব ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান ১৩ নম্বরে

বিশ্ব ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান ১৩ নম্বরে
অনলাইন ডেস্ক

বিশ্ব ঝুঁকি সূচকে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় বাংলাদেশ আছে ১৩ নম্বরে। মোট ৩৬টি দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বলে সূচকে উল্লেখ করা হয়েছে।

জার্মানির নয়টি উন্নয়ন ও ত্রাণ সংস্থার অ্যালায়েন্স ‘ব্যুন্ডনিস এন্টভিকলুং হিল্ফট’ ১৮১টি দেশের তথ্য নিয়ে গতবছর ‘বিশ্ব ঝুঁকি সূচক ২০২১’ প্রকাশ করে।

জার্মানির রুয়র-ইউনিভার্সিটি বোখুমের ‘ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ল অফ পিস অ্যাণ্ড আর্মড কনফ্লিক্ট’ এতে সহায়তা করেছে। এছাড়া জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যাণ্ড হিউম্যান সিকিউরিটি’ এই সূচক নির্ধারণের প্রক্রিয়ায় সহায়তা করেছে।

সূচক তৈরির প্রেক্ষাপট

ব্যুন্ডনিস এন্টভিকলুং হিল্ফট মনে করে, প্রাকৃতিক দুর্যোগ ঠেকানো না গেলেও দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই, শিক্ষা ও স্বাস্থ্য খাত শক্তিশালীকরণ এবং দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি গ্রহণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি কমানো যায়। যেসব দেশ ভূমিকম্প-প্রতিরোধী ভবন তৈরি করে, আগাম সতর্কীকরণ ব্যবস্থা গ্রহণ করে এবং জলবায়ু ও পরিবেশ নিরাপত্তায় বিনিয়োগ করে তারা দুর্যোগ মোকাবেলায় ভালোভাবে প্রস্তুত বলে ধরে নেয়া হয়।

প্রাকৃতিক দুর্যোগের হুমকি

সাগরের পানি বৃদ্ধি, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ও খরা- এই পাঁচ প্রাকৃতিক দুর্যোগের হুমকির মাত্রা কোন দেশে কতখানি, তা নিয়ে একটি সূচক প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। ইন্দোনেশিয়া, জাপান, কম্বোডিয়া, ফিলিপাইন্স, নেদারল্যান্ডস, গ্রিস ও ছোট কিছু দ্বীপরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ এই তালিকায় আছে।

দুর্যোগের তাৎক্ষণিক প্রভাব কমানোর সক্ষমতা

দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন দেশের স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রস্তুতি কেমন তার চিত্র ঝুঁকি সূচকে পাওয়া যায়। এতে দেখা যাচ্ছে, দুর্যোগের তাৎক্ষণিক প্রভাব কমাতে সবচেয়ে কম সক্ষম দেশের একটি বাংলাদেশ। দুর্নীতির ধারণা সূচক, ব্যর্থ রাষ্ট্র সূচক, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা, ডাক্তার ও হাসপাতালের বিছানার সংখ্যা, বিমা ইত্যাদি তথ্যের ভিত্তিতে ‘ল্যাক অফ কোপিং ক্যাপাসিটিস’ সূচকটি করা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনায়ও পিছিয়ে বাংলাদেশ

দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণে সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। বয়স্ক শিক্ষার হার, শিক্ষায় লিঙ্গ সমতা, জীববৈচিত্র্য রক্ষা, বন ও কৃষি ব্যবস্থাপনা, সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা পাওয়ায় খরচ ইত্যাদি বিবেচনায় ‘ল্যাক অফ অ্যাডাপ্টিভ ক্যাপাসিটিস’ সূচকটি তৈরি করা হয়েছে।

সুত্র: ডয়চে ভেলে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়