প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩১
রেলের উন্নয়নে আমিরাতের সহযোগিতা চান মন্ত্রী
রেল যোগাযোগব্যবস্থার উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। সেইসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের যে সুসম্পর্ক তৈরি করেছিলেন তা আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রেল ভবনে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ সহযোগিতা চান মন্ত্রী।
রেলমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সেক্টরে দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে এবং অপারেশন সেক্টরে সহযোগিতাসহ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রেলের উন্নয়নে সহযোগিতা করতে পারে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ের বাস্তবায়নাধীন প্রকল্পগুলো সংযুক্ত আরব আমিরার থেকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিয়ে রেলের উন্নয়নে কাজ করার অনুরোধ জানান মন্ত্রী।
এর আগে সাক্ষাৎ করতে এসে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। এসময় রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।