প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৬:১৩
ট্রেনে আগুন : দগ্ধ ৩ জন বার্ন ইনস্টিটিউটে, দুজনের অবস্থা আশঙ্কাজনক
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ হয়ে তিনজন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসরা।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় হাসপাতালটির প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত দু’জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। দু’জনই আশঙ্কাজনক অবস্থায় আছেন। একজনের আট শতাংশ বার্ন হয়েছে। তার শ্বাসনালি পুড়ে গেছে।’
‘আমরা খবর পেয়েছি আরও দু-একজন রোগী আসতে পারে। যতজনই আসুক আমরা প্রস্তুত। কিন্তু চিকিৎসক হিসেবে এ ধরনের ঘটনা আমরা কোনোদিনই আশা করি না।’
হাসপাতালটিতে ভর্তি হওয়া দগ্ধ রোগীরা হলেন ডা. কৌশিক ও আসিফ মোহাম্মদ খান।
হাসপাতালটির প্রধান সমন্বয়ক সাংবাদিকের ব্রিফিং শেষে নাফিস আলম (২৯) নামে আরও এক রোগী ভর্তি হয়েছেন বলে জানান।