প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৬:৫৬
সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছি: র্যাব ডিজি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং থার্টি ফার্স্ট নাইট ঘিরে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় র্যাব প্রস্তুত আছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
রোববার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান-২ নম্বর গোল চত্বর এলাকায় সংবাদ সন্মেলনে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, ‘প্রতিবছর থার্টি ফার্স্ট নাইটে ঢাকাসহ সারা দেশে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়ে থাকি। ঠিক এই বছরও একইভাবে আমরা সারাদেশে নিরাপত্তার জন্য প্রতিটা ব্যাটালিয়নে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। সারাদেশের তুলনায় ঢাকা শহরে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, অভিজাত এলাকা এবং পাশেই ডিপ্লোম্যাটিক জোন। এসব স্থানের গুরুত্বকে মাথায় রেখে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে দ্বায়িত্ব পালন করছি।’
তিনি বলেন, ‘আমাদের সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বিভিন্ন জায়গা পেট্রোল হচ্ছে। বিভিন্ন ধরনের তথ্যের ভিত্তিতে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণের জন্য আমাদের সাইবার টিম তৎপর রয়েছে। আমরা সার্বিক দিক বিবেচনা করে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি।’
এম খুরশীদ হোসেন বলেন, ‘নতুন বছরে অবশ্যই আমরা আনন্দ করবো, নতুন বছরকে স্বাগত জানাবো। কিন্তু সেটা উচ্ছৃঙ্খলতা পরিহার করে, সুন্দর পরিবেশে পারিবারিকভাবে আনন্দ উৎযাপন করবো।’
‘সামনে জাতীয় নির্বাচনকে মাথায় রেখে এবার ডিএমপির যেসব নির্দেশনা রয়েছে, ঢাকা মহানগর পুলিশ কিছু নির্দেশনা দিয়েছে; আমার অনুরোধ থাকবে সবাই যেন সেই নির্দেশনা মেনে চলবো। আমি অনুরোধ করবো সবাই এই বিষয়গুলো মাথায় রেখে নববর্ষ উৎযাপন করবো।’
নির্বাচন ও থার্টি ফার্স্ট নিয়ে এক প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, ‘আমরা চাই এবারের জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পারি। সবাই যাতে আমরা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারি সেই ব্যাপারে আমরা সাংবাদিকদের সহযোগিতা কামনা করবো। কারণ, সাংবাদিকরা যে তথ্য দিয়ে থাকেন সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজ করি। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত আছি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বন্ধে তৎপর রয়েছি বলেও জানান এম খুরশীদ হোসেন।