সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ২২:২৬

ভালো ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না : ইসি আনিছুর

ভালো ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না : ইসি আনিছুর
অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, আমাদের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন করে দেবো।

তিনি আরও বলেন, ভোট আমরা ভালো বললে হবে না, বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। ভালো ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না।

বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আনিছুর রহমান। পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

ইসি আনিছুর রহমান বলেন, ‘দেশের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছেন। যারা ভিসা ছাড়া পর্যবেক্ষণে আসবেন তারা এলেই আমরা ভিসা দিয়ে দেবো। দেশি অনেক পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণ করবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে। অপেক্ষা করুন। এবারের ভোটে সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসবে। কোনো সন্দেহ নেই ভোট নিরপেক্ষ হবে।’

এসময় ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসান, জেলা নির্বাচন অফিসার রেজাউল করিমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়