প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ২১:৩৩
‘শিগগিরই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে’
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষে যেকোনো সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। সংসদ নির্বাচনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রওয়ানা দেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বেলা ১২টার দিকে তারা বঙ্গভবনে পৌঁছান।
সংবিধানের নিয়ম অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন শেষ করতে হবে ইসিকে। সেই ক্ষণ গণনা শুরু হয়ে গেছে গত ১ নভেম্বর।