সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ২১:২৭

‘নাশকতাকারীদের আজ হোক কাল হোক আইনের আওতায় আনা হবেই’

‘নাশকতাকারীদের আজ হোক কাল হোক আইনের আওতায় আনা হবেই’
অনলাইন ডেস্ক

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, অবরোধে যারা বাসে আগুন দিচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে। আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে।

তিনি বলেন, একটি বিষয় মনে রাখতে হবে, ধরুন তিনটি ঘটনা ঘটেছে কিন্তু ৩০০০ ঘটনা যে আমরা প্রতিরোধ করেছি সেই হিসাব কিন্তু আমাদের মধ্যে নেই। অবরোধকারীরা কত নাশকতা করবে তারা কিন্তু বলেনি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ডিএমপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগুন দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, নাশকতা প্রতিরোধে যাদের সক্রিয় ও সচেতন করা প্রয়োজন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিয়েছি এবং কিছু পরামর্শ দিয়েছি।

তিনি বলেন, বাসে যাতে আগুন না দিতে পারে সেজন্য সব পক্ষের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি। নাশকতা প্রতিরোধের জন্য পরিকল্পনা সাজিয়েছি। আমাদের নিরাপত্তা বাড়িয়েছি। চালক ও হেলপারদের করণীয় কী সেগুলো আমরা বলে দিয়েছি এবং এখনো বলছি। আমরা আশা করি এতে কাজ হবে। এর বাইরেও যদি কেউ বিক্ষিপ্তভাবে করার চেষ্টা করে তাদের আজ হোক কাল হোক আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়