রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ২৫ মে ২০২২, ১২:১২

ইভিএম : কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ইসি

ইভিএম : কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ইসি
অনলাইন ডেস্ক

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিস্তারিত জানতে এই সংক্রান্ত বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ মে) সকালে আমন্ত্রিত বিশেষজ্ঞ কমিটির প্রায় ৩০ জনের সঙ্গে বৈঠকে বসে ইসি।

ইসির কর্মকর্তারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও নানা মহলের বিভিন্ন মত রয়েছে। এই মেশিনটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে কাজী হাবিবুল আউয়াল কমিশন আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই মেশিনের কারিগরি বিভিন্ন বিষয় আরও ভালোভাবে বুঝতেই বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছে।

কর্মকর্তারা জানান, প্রকল্প সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান পরিচালক, এনআইডি উইংয়ের সাবেক ও বর্তমান মহাপরিচালক, ইভিএম সংশ্লিষ্ট ইসির আইটি দল, বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়ে প্রায় ৩০ জনকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল, বুয়েটের মতিন সাদ আবদুল্লাহ, ড. সেলিয়া শাহনাজ ও রয়েছেন।

ইসি জানায়, আমাদের আইটি বিশেষজ্ঞরাও থাকবেন এবং বিশেষজ্ঞরা দেখবেন এ বিষয়ে মতামত দেবেন। বৈঠকে ইভিএম প্রদর্শনীর পাশাপাশি সার্বিক কারিগরি দিক তুলে ধরা হবে। এরপর যন্ত্রটি নিয়ে সংশ্লিষ্টদের মতামত নেবে কমিশন।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়