প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ১৯:৩৬
ঢাকার প্রবেশমুখে তল্লাশি
২৮ অক্টোবর রাজধানীতে আওয়ামী লীগ, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে আমিনবাজারসহ ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে গাড়িতে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রবেশ পথগুলোতে তল্লাশি চৌকি বসিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম শুরু হয়।
এ সময় ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। ক্ষেত্রবিশেষে তাদের সাথে থাকা ব্যাগপত্র তল্লাশি করে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, পুলিশ তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত এই এলাকা থেকে কাউকে আটক করা হয়নি।
উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এ ছাড়া মতিঝিল এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতও।