সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৫:১০

ফি‌লি‌স্তিনে নিহতদের স্মর‌ণে বাংলাদেশে শোক ঘোষণা

ফি‌লি‌স্তিনে নিহতদের স্মর‌ণে বাংলাদেশে শোক ঘোষণা
অনলাইন ডেস্ক

ফি‌লি‌স্তিনের গাজায় হাসপাতা‌লে ইসরায়েল সেনাদের হামলায় নিহতদের স্মর‌ণে এক‌দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। শ‌নিবার শোক‌ দিবসে অর্ধন‌র্মিত থাকবে বাংলাদেশের জাতীয় পতাকা।

বৃহস্প‌তিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এছাড়া শুক্রবার জুমার নামাজের পর গাজায় হতাহতদের জন্য দোয়ার আহ্বান জা‌নিয়েছেন বঙ্গবন্ধুকন্যা।

ম‌ন্দির, গির্জা ও অন্যান্য উপসানালয়ে গাজাবাসীর জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রী ব‌লে‌ন, ইসরা‌য়েল হাসপাতা‌লে যেভাবে হামলা করেছে, নারী শিশু অসুস্থ মানুষ‌কে হত্যা করেছে, এর নিন্দা জানাই। এ হামলা বন্ধ কর‌তে হ‌বে। ফিলি‌স্তি‌নি‌দের জ‌মি ফেরত দিতে হ‌বে।

ইসরা‌য়েলের বর্বর আগ্রাস‌নের নিন্দা ও প্রতিবাদ যারা করছে না, তাদের সমালোচনা করেন শেখ হা‌সিনা।

বিএন‌পির প্রতি ই‌ঙ্গিত ক‌রে তি‌নি বলেন, অনেকে চুপ রয়েছে। যারা ইসরায়েলের প‌ক্ষে, তারা না‌খোশ হতে পারে, ভয়ে চুপ আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়