প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২২
পারস্পরিক সহযোগিতাই পৃথিবীকে রক্ষা করতে পারে: প্রধানমন্ত্রী
সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতি ও সমন্বিত পদক্ষেপ নিতে হবে। শুধু পারস্পরিক সহযোগিতাই মানবসভ্যতা ও পৃথিবীকে রক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জি-২০ সম্মেলনে কনভেনশন সেন্টার ‘ভারত মণ্ডপম’-এ সম্মেলনের প্রথম পর্বের আলোচনা ‘ওয়ান আর্থ’-এ বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।
এর আগে সকালে জি-২০ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। সম্মেলনস্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দেড় ঘণ্টাব্যাপী মোদির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসময় তিনটি সমঝোতা স্মারক সই করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
এগুলো হলো- কৃষি গবেষণায় সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদেন সহজীকরণ।