মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৬

মহাকাশ গবেষণা থেকে সরিয়ে দেয়া হলো কৃষিবিদ আবদুস সামাদকে

মহাকাশ গবেষণা থেকে সরিয়ে দেয়া হলো কৃষিবিদ আবদুস সামাদকে
অনলাইন ডেস্ক

তুমুল সমালোচনার পর মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান আবদুস সামাদকে সরিয়ে দেয়া হয়েছে। সরকার তাকে জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করেছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে স্পারসোর নতুন চেয়ারম্যান হিসেবে এখনো কাউকে নিয়োগ দেয়া হয়নি।

গত ২৩ আগস্ট ভারত চাঁদে মহাকাশযান পাঠানোর পর বাংলাদেশের স্পারসো আলোচনায় আসে। ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ হচ্ছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। অন্যদিকে বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান আবদুস সামাদের পড়াশোনা কৃষিতে।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের চেয়ারম্যান করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

স্পারসোর চেয়ারম্যান আবদুস সামাদের দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশাসন ক্যাডারে কোনো প্রশ্ন না থাকলেও তিনি যে সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, সেই বিষয়ে তার দক্ষতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এই অবস্থায় সরকার মঙ্গলবার আবদুস সামাদকে সংসদ সচিবালয়ে বদলি করে প্রজ্ঞাপন জারি করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়