মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৬ °সে

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০২:৩৪

২১ দিনেই চাকরি হারালেন রাষ্ট্রপতির এপিএস

২১ দিনেই চাকরি হারালেন রাষ্ট্রপতির এপিএস
অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পাওয়ার ২১ দিনের মধ্যেই সাগর হোসেনের নিয়োগ বাতিল করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী নিয়োগ বাতিল করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

অল্প সময়ের ব্যবধানে সাগর হোসেনের নিয়োগ বাতিল করার বিষয়ে প্রজ্ঞাপনে পৃথকভাবে আর কিছু বলা হয়নি। জনপ্রশাসন সশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরণের নিয়োগের সময় জারি করা প্রজ্ঞাপনে আগেই সংশ্লিষ্টজনের অভিপ্রায় বা সংশ্লিষ্ট পদে অধিষ্ঠিত থাকা সাপেক্ষে সময়ের কথা উল্লেখ করা থাকে। সেভাবেই তার নিয়োগ বাতিল করা হয়েছে। এটা অস্বাভাবিক কিছু নয়।

উল্লেখ্য, সাগর হোসেন রাষ্ট্রপতির এপিএস পদে নিয়োগ পাওয়ার পরপরই তিনি এর আগে কোথায় কাজ করতেন এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা উঠেছে। বিশেষ করে সরকার দলের ঘনিষ্ঠদের পক্ষ থেকেই আপত্তি উঠতে দেখা গেছে। সাগর হোসেন সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়