শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০২:০৪

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যয় ৪০০ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যয় ৪০০ কোটি টাকা: স্বাস্থ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় সরকারের ৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক এক গোলটেবিল আলোচনায় তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর পেছনে ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে, সেই হিসেবে আক্রান্ত রোগীদের পেছনে ৪০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গুতে পুরুষ বেশি আক্রান্ত হলেও নারীদের বেশি মৃত্যু হচ্ছে। তাই নারী ও শিশুদের বেশি যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়