মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৬ °সে

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০২:০১

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য
অনলাইন ডেস্ক

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশের আগামী দ্বাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য।

রবিবার (২৭ আগস্ট) সকাল ১১ টা থেকে ১২ টা ১৫ মিনিট পর্যন্ত সিইসি কাজী হাবিবুর আউয়ালের সঙ্গে এক সৌজন্যে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন উৎসাহিত করে যুক্তরাজ্য। যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে।

এর আগে রবিবার (২৭ আগস্ট) বেলা ১১টা নাগাদ সারাহ কুক ইসিতে যান।

তিনি বলেন, যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও আলাপচারিতার মধ্যে নির্বাচন প্রসঙ্গ উঠে এসেছিল। জানতে চেয়েছিলেন- আমাদের প্রস্তুতি কেমন। তবে, উনি আশাবাদী নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক হবে। উনি অতিরিক্ত যেটা বলেছেন নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়। আমরাও আমাদের তরফ থেকে তা জানাতে পেরেছি।

গত এপ্রিলের শেষে দ্বায়িত্ব নেয়ার পরে এটিই সিইসির সঙ্গে কুকের প্রথম সাক্ষাৎ। এসময় সারাহ কুকের সঙ্গে হাইকমিশনের দুইজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়