বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪  |   ৩২ °সে

প্রকাশ : ২৩ মে ২০২২, ১২:১৮

চিড়ে চ্যাপ্টা হওয়ার পথে নিম্নবিত্ত, মধ্যবিত্তের জীবন

চিড়ে চ্যাপ্টা হওয়ার পথে নিম্নবিত্ত, মধ্যবিত্তের জীবন
অনলাইন ডেস্ক

বিদ্যুতের বেশি দামজনজীবনে বাড়বে চাপ। জিনিসপত্রের দাম আরো বাড়বে। সেবা গ্রহীতারা বলছেন, বিদ্যুতের দাম বাড়ালে তা তাদের জীবনকে আরও কঠিন করে তুলবে। অর্থনীতিবিদরা বলছেন, কৃষি, শিল্প উৎপাদন, পরিবহন ও সেবা খাতের খরচ বেড়ে মূল্যস্ফীতিকে উসকে দেবে, নেতিবাচক প্রভাব পড়বে প্রবৃদ্ধিতে।

রাজধানীর গোলাপবাগ থেকে মতিঝিলের একটি ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে এসেছেন মাহবুবা আক্তার। টিনশেড ঘরের বিভিন্ন বিলের সাথে বিদ্যুত বিলের জন্য সামনে গুণতে হবে বাড়তি টাকা, এ নিয়ে চিন্তায় আছেন তিনি।

মাহবুবা আক্তারের মতো যারা বিল দিতে ব্যাংকের লাইনে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের কপালে চিন্তার ভাঁজ। সামনের দিনগুলোতে কেমন করে মেলাবেন মাসের বাড়তি খরচ।

বিদ্যুতের দাম বাড়ালে সরাসরি তার প্রভাব পড়বে কৃষি কাজে। বিশেষ করে বোরো মৌসুমে সেচ খরচ বেড়ে যাবে। এছাড়া পোশাক শিল্পে উৎপাদন খরচও বাড়বে। নিত্যপণ্যের বাজারে এমনিতেই চড়া মূল্য। আরো দাম বেড়ে গেলে চিড়েচ্যাপ্টা হয়ে যাবে নিম্নবিত্ত আর মধ্যবিত্তের জীবন, এমনটাই মনে করেন অর্থনীতিবিদরা।

শুনানির পর বিদ্যুৎ বিল শতকরা ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বিইআরসির কারিগরি কমিটি।

সূত্র: বাংলাভিশন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়