মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০২:৫১

যুক্তরা‌জ্যে সন্তান জন্মদা‌নে ভারত শীর্ষে, বাংলাদেশ ৬ নম্বরে

যুক্তরা‌জ্যে সন্তান জন্মদা‌নে ভারত শীর্ষে, বাংলাদেশ ৬ নম্বরে
অনলাইন ডেস্ক

যুক্তরা‌জ্যে সন্তান জন্মদা‌নে শীর্ষ অবস্থানে রয়েছে ভারত। এই তালিকায় বাংলাদেশে অবস্থান ছয় নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান ও সপ্তম স্থানে রয়েছে আফগানিস্তান।

ন্যাশনাল অফিস ফর স্ট্যাটিসটিকসের (ওএনএস) সর্বশেষ ত‌থ্যে জানা গে‌ছে, ২০২২ সা‌লে ব্রিটে‌নে জন্ম না নেয়া মা‌য়ে‌দের গ‌র্ভে জন্ম হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩০৯ নবজাত‌কের।

এ তা‌লিকায় আফগানিস্তানকে পেছ‌নে ফে‌লে ভারত এখন সবার শী‌র্ষে। এরপ‌রেই আছে পা‌কিস্তান ও রোমা‌নিয়া।

নবজাতকদের মা ও বাবার দু‌ইটি তা‌লিকায় শীর্ষ দ‌শের মধ্যে ষষ্ঠ‌ স্থা‌নে রয়েছেন বাংলাদেশিরা।

ওএনএস-এর নতুন তথ্য থেকে জানা গেছে, ব্রিটে‌নের বাইরে জন্ম নেয়া মা‌য়ে‌দের সন্তান জন্মদা‌নের সংখ্যা ২০২১ সালে ছিল ১ লাখ ৭৯ হাজার ৭২৬। ২০২২ সা‌লে তা বেড়ে হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩০৯ জ‌ন।

বিপরীতে, ইংল্যান্ড এবং ওয়েলসে যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী নারীদের সন্তান জন্মদানের সংখ্যা ২০২১ সা‌লে ৪ লাখ ৪৫ হাজার ৫৫ থাক‌লেও ২০২২ সা‌লে তা কমে হয়েছে ৪ লাখ ২২ হাজার ১০৯।

পরিসংখ্যানে দেখা গে‌ছে, গত বছর লন্ডনে জন্ম নেয়া দুই-তৃতীয়াংশ নবজাত‌কের (৬৬.৫ শতাংশ) পিতামাতার একজন বা উভয়েই যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণ করেছিলেন।

এর আগে এক গবেষণায় দেখা গেছে, ব্রিটে‌নে সব‌চে‌য়ে বে‌শি বিয়ের হার বাংলা‌দেশি ক‌মিউনি‌টিতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়