মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০৭

বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি আমরা: পররাষ্ট্রমন্ত্রী

বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি আমরা: পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক

একটি দল ও তাদের প্রবাসী সহযোগীরা বাংলাদেশ নিয়ে বিদেশিদের কাছে অপপ্রচার চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মন্ত্রী আরও বলেন, ধনী দেশগুলো চীনের উন্নয়ন সহ্য করতে পারে না। ভৌগোলিক অবস্থান ও উন্নয়নের কারণে বাংলাদেশও বিদেশিদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। এ কারণে বৈশ্বিক হেলাখেলার মধ্যে পড়ে গেছি আমরা।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদের ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে মন্ত্রী আরও বলেন, বিদেশে অর্থপাচার আওয়ামী লীগ চায় না। অনেকে বছরের পর বছর বিদেশে আয়েশ করছেন।

এসময় সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়