মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:২১

১৪ কংগ্রেসম্যানের চিঠি সরকার গুরুত্ব দিচ্ছে না: শাহরিয়ার আলম

১৪ কংগ্রেসম্যানের চিঠি সরকার গুরুত্ব দিচ্ছে না: শাহরিয়ার আলম
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা টমাস গ্রিনফিল্ডকে দেশটির ১৪ কংগ্রেসম্যানের দেওয়া চিঠির বিষয়টি সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার (৩১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৪ কংগ্রেসম্যানদের চিঠির বিষয়ে দৃষ্টি করা হলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, নির্বাচনের আগে এ রকম চিঠি বহু আসতে পারে। এটা আমরা আপনাদের আগেও বলেছি। রাজনৈতিক নেতা বা কংগ্রেসম্যানরা লিখছেন। কিন্তু স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের খুবই গঠনমূলক বৈঠক হয়েছে বেশ কয়েকটি।

তিনি বলেন, সম্প্রতি কয়েকটা সফর হয়েছে, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, সেগুলোর অগ্রগতি হয়েছে, তারা প্রশংসা করেছে। আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলেছিলাম যে এধরনের যোগাযোগ থাকলে সেদিন খুব বেশি দূরে নয় যে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

তিনি বলেন, সে রকম বিষয়বস্তুর মধ্যে যখন আছি, তখন চিঠি দিলো কে? কারও নাম নিতে চাই না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়