প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ২৩:৫৩
বিএসএমএমইউ’র ব্যয় নিরীক্ষা করবে মহা হিসাব নিরীক্ষক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ব্যয় মহা হিসাব নিরীক্ষককে দিয়ে নিরীক্ষা করা হবে। এমন সুযোগ রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনী আনা হয়েছে।
সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
একই সঙ্গে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ করার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিসভা বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন আমাদের আছে, যেটি ১৯৯৮ সালে প্রণয়ন করা হয়েছিল। সেই আইনের কয়েকটি জায়গায় পরিবর্তনের জন্য সংশোধনী আনা হয়েছে। ওই আইনে ভিসি, প্রো-ভিসি বা ট্রেজারের মেয়াদ আছে তিন বছর। কিন্তু অন্য সব বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারের মেয়াদ চার বছর। তার সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে নতুন সংশোধনীতে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন (ইউজিসি) সব বিশ্ববিদ্যালয়ে একটা ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল তৈরি করার নির্দেশনা দিয়েছিল, সেটা আইনের মধ্যে নেওয়া হয়েছে। আরেকটা হলো- বিশ্ববিদ্যালয়ের ব্যয় আছে, সেটা মহা হিসাব নিরীক্ষকের আওতায় অডিট করা আগে ছিল না, সেই সুযোগটা রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আরেকটা পরির্তন আনা হয়েছে- ওই আইনে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, ট্রেজারার শব্দগুলো বাংলায় আচার্য, উপাচার্য বা উপ-উপাচার্য বা কোষাধ্যক্ষ ব্যবহার করা হয়েছে। আইনটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন
‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ এর আওতায় সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে।
এ বিশ্ববিদ্যালয়েও চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার শব্দগুলোর পরিবর্তে বাংলায় আচার্য, উপাচার্য বা উপ-উপাচার্য বা কোষাধ্যক্ষ এখানে বাংলায় আনা হয়েছে।
এখানেও বিশ্ববিদ্যালয়ের ব্যয়টা মহা হিসাব নিরীক্ষকে দিয়ে নিরীক্ষার বিষয়টা আগে ছিল না, এখন অন্তর্ভুক্ত করা হয়েছে।
আর নামটি পরিবর্তন করে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ করা হয়েছে।