প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০১:৪৮
দেশ ছাড়লেন সম্রাট
অবৈধ সম্পদ অর্জনের মামলার আসামি যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বিদেশের যাওয়ার অনুমতি বাতিলের আবেদন শুনানির আগেই চিকিৎসার জন্য বিদেশে চলে গেছেন।
সম্রাটের জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদন শুনানিতে তার আইনজীবী অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী রবিবার (১৬ জুলাই) হাইকোর্টকে এ তথ্য জানান। গতকাল শনিবার রাতে তিনি চিকিৎসার জন্য ভারতে গেছেন। তার আইনজীবী বলেন, বিচারিক আদালতের আদেশ অনুসারে সম্রাট চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন। পরে আদালত বিদেশ থেকে ফিরে আসার পর তা জানাতে বলেন। সেইসঙ্গে এ সংক্রান্ত আবেদনের শুনানি আগামী ১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেন। গত ১৩ জুলাই এই অনুমতির আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দুদক।