প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ২৩:৫৫
বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবি, ৩ মরদেহ উদ্ধার
রাজধানীর বুড়িগঙ্গা নদীতে রবিবার রাত সোয়া ৮টার দিকে একটি যাত্রীবাহী ওয়াটার বাসডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে একজনের নাম আলিফ, আরেকজনের নাম অজ্ঞাত (২৪), অন্যজন অজ্ঞাত (৫০)।
ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার থেকে এক ইউনিট ডুবুরিসহ নৌ-পুলিশ। এখন পর্যন্ত সাত জনকে উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ধারণা করা হচ্ছে এটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় এতে থাকা অধিকাংশ লোক তীরে উঠে গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, এখন পর্যন্ত ২ জন পুরুষ এবং নারী ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে এক শিশু ও ২ পুরুষকে।
এদিকে বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, আজ রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট যাওয়ার বুড়িগঙ্গার নদীর অংশে একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে নৌ-পুলিশ।