মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে

প্রকাশ : ২১ জুন ২০২৩, ০১:৪৯

নিজেকে নির্দোষ দাবি করলেন ডা. সংযুক্তা সাহা

নিজেকে নির্দোষ দাবি করলেন ডা. সংযুক্তা সাহা
অনলাইন ডেস্ক

নিজেদের গাফিলতি লুকাতে ডা. সংযুক্তা সাহার উপর দোষ চাপিয়েছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।‌ আজ মঙ্গলবার (২০ জুন) বেলা ১১টায় পরীবাগে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এই দাবি করেছেন সেন্ট্রাল হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহা।

তিনি বলেন, প্রয়াত মাহবুবুর রহমান আঁখিকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যা তথ্য দিয়েছে। তারা আমার কাছ থেকে লিখিত বা মৌখিক কোন অনুমতি নেয়নি। আমি আমার ফেসবুক পেইজেও লিখেছি আমি ১০, ১১ ও ১২ তারিখ দেশে থাকবো না। আমি ছিলাম না। অথচ আমাকে না জানিয়ে ঐ রোগীকে ভর্তি করা হয়েছে। যে মানুষটা দেশেই নাই তার নাম করে কেন রোগী ভর্তি করবেন। এটা কার স্বার্থে? আমি যদি অপারেশন না করি, যদি নাই থাকি তাহলে রোগী ভর্তি করানো হলো কোন স্বার্থে? আমি বলবো এটি ক্রাইম। এর দায় আমি নেবো না। এ দায় সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের।

তিনি অভিযোগ করে বলেন, সেন্ট্রাল হাসপাতালের এহেন অসদাচরণ ও অপরাধমূলক পদক্ষেপ আমার সুনামকে বেআইনিভাবে পুঁজি করে কিছু আর্থিক লাভের জন্য একটি মানুষের জীবন কেড়ে নিয়েছে। রোগীকে বিভ্রান্ত করার জন্য এটি একটি জঘন্য কৌশল ছাড়া আর কিছুই নয়। এই ঘটনার আগ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমি ছিলাম গর্ব। আর নিজেদের গাফিলতি লুকানোর জন্য তারা এখন আমার নামে বিভ্রান্তিমূলকভাবে তথ্য ছড়াচ্ছে।

তিনি আরো বলেন, হাসপাতালের এহেন অনিয়ম সাম্রাজ্যের বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াই, আমার বিরুদ্ধে তাদের করা অনিয়মের ধুম্রজালে যদি আমি আবদ্ধ হয়ে থাকি তাহলে চিকিৎসা ব্যবস্থা পরিশুদ্ধিকরণ মুখ থুবড়ে পড়বে। আমাদের আন্দোলন ছিল অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধ করা আর স্বাভাবিক প্রসবকে উদ্বুদ্ধ করা। আমি এই যে সামাজিক আন্দোলন শুরু করেছি সেটি বাধাগ্ৰস্ত করতে এবং অতি মুনাফার লোভের আশায় আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ করা হয়েছে।

আঁখি ডা. সংযুক্তা সাহার নিয়মিত রোগী ছিলেন না উল্লেখ করে তিনি বলেন, প্রয়াত আঁখি আমার নিয়মিত রোগী ছিলেন না। উনি মার্চ মাসে ২ বার আমার কাছে এসেছেন। এছাড়া আর আসেননি।

তার লাইসেন্স কেনো নবায়ন করা হয়নি এ প্রসঙ্গে তিনি জানান, ফি দেননি বলে তার ডাক্তারি লাইসেন্স নবায়ন করা হয়নি। আঁখি ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন রোগী তার কাছে চিকিৎসা নিতে এসে ভুল চিকিৎসার শিকার হয়েছেন এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে অনেকে অভিযোগ করছেন এ প্রসঙ্গে ডা. সংযুক্তা বলেন, আজ পর্যন্ত আমার বিরুদ্ধে বিএমডিসিতে এমন কোনো অভিযোগ কেউ করেনি। আঁখির মৃত্যুর ঘটনা নিয়ে আমার বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা এই অনিয়মের সাম্রাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়